নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, আপনজন: মেধা থাকলে তাদের কৃতিত্বকে রোখা যায় না, তা আরও একবার প্রমাণ করে দিলেন আল-আমীন মিশনের পড়ুয়ারা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পাশাপাশি রাজ্য স্তরের মডেল প্রদর্শনীতেও অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন আল আমীন মিশনের রামপুরহাট শাখার ছাত্রীরা। রাজ্য শিশু-কিশোর একাডেমী আয়োজিত বইমেলা ও বিজ্ঞান মডেল প্রদর্শনীতে প্রথম স্থান দখল করলেন আল-আমীন মিশনের ছাত্রী মাহমুদা খাতুন। মাহমুদার মডেলটি ছিল— মুড়ি গুড়ো ও তুলসি, লেবু, কালামেঘ প্রভৃতির পাতার গুড়ো দিয়ে তৈরি শিশুদের উপযোগী অর্গানিক ডায়াপার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অন্তর্গত শিশু কিশোর একাডেমী আয়োজিত প্রদর্শনীটি সম্প্রতি ১২-১৬ সেপ্টেম্বর ২০২৪ রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হয়। মাহমুদা মিশনের আল-আমীন ব্রিলিয়ান্ট একাডেমী, রামপুরহাট শাখায় দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। মালদা জেলার ষোলমাইল থানার রথবাড়ী গ্রামে তার বাড়ি। দশম পর্যন্ত পড়াশোনা করা তার আব্বা কাঠমিস্ত্রির কাজ করেন। ছোটবেলা থেকেই বিজ্ঞান ভাবনার প্রতি অনুরক্ত মাহমুদা ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান নিয়ে গবেষণায় আগ্রহী। প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অধিকার করে আল-আমীন ব্রিলিয়ান্ট একাডেমীর দাদ্বশ শ্রেণির ছাত্রী আরজিনা খাতুন ও মাড়গ্রাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী আফসানা খাতুনের বিজ্ঞান মডেলটি। তাদের মডেলটি হল— দেশীয় কুটির শিল্পের বিকল্প বয়ন তন্তুর সন্ধান দিতে গিয়ে, চির উপেক্ষিত আকন্দের তুলো থেকে উন্নত মানের সুতো এবং কাপড়ের প্রোটোটাইপ উপস্থাপন। আরজিনার বাড়ি মাড়গ্রাম থানার প্রতাপপুর গ্রামে। তার আব্বা নবম শ্রেণি পর্যন্ত পড়েছে। তিনি একজন শ্রমজীবী মানুষ। উল্লেখ্য, বিগত জুলাই মাসের ১২ থেকে ১৪ তারিখ কেরালায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স ফর চিল্ড্রেন ২০২৪-এর আন্তর্জাতিক-এ মাহমুদা খাতুন ও আরজিনা খাতুনের দুটি প্রকল্পই সেরা নির্বাচিত হয়। সাফল্যের এই ধারাবাহিকতায়, ২০২২ সালের গুজরাতের আহমেদাবাদে অনুষ্ঠিত শিশু বিজ্ঞান কংগ্রেস বা জাতীয় স্তরে ২০২৩-এর প্রতিযোগিতার সাফল্যও উল্লেখযোগ্য। বিগত ৩৮ বছর ধরে আল আমীন মিশন সংখ্যালঘু সমাজের মেধাবী ছাত্র-ছাত্রীদের মুখ্যত বিজ্ঞান শিক্ষায় উদবুদ্ধ করে চলেছে। সেই ধারায় চিকিৎসাবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং-এর পাশাপাশি মৌলিক বিজ্ঞান বিষয়ে অনেকেই দেশ ছাড়িয়ে বিদেশের প্রতিষ্ঠানে গবেষণারত বা জুনিয়র বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত। এই সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদেকে মিশনের আবাসিক শিক্ষাঙ্গনে পঞ্চম শ্রেণি থেকেই গণিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রতি দক্ষ অনুরাগী হিসেবে গড়ে তোলা হয়। এরই উজ্জ্বল প্রায়োগিক উদাহরণ আল আমিনের ছাত্রীদের রাজ্যস্তরে বিজ্ঞান বিষয়ক মডেল প্রতিযোগিতায় দলগত বিভাগে সেরার শিরোপা অর্জন।
মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম সফল ছাত্রী ও রামপুরহাট শাখার শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় আল আমিনের অবদান অগ্রগতি অব্যাহত থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct