আপনজন ডেস্ক: প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং মঙ্গলবার বলেছেন যে ক্ষতিগ্রস্ত দল মুসলিম হলেই জামিন ব্যতিক্রম হয়ে যায়, কারণ তিনি জেএনইউয়ের প্রাক্তন গবেষক উমর খালিদ সহ কয়েকজন জেলবন্দি কর্মীর পরিবারের সাথে তাদের মুক্তির দাবিতে যোগ দিয়েছিলেন।
‘জামিন একটি নিয়ম এবং কারাগার একটি ব্যতিক্রম’ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।
২০১৯-২০ সালে সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তারের চার বছর উপলক্ষে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর) আয়োজিত একটি প্যানেল আলোচনায় রাজনাথ সিং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) দিকেও আক্রমণ করে বলেন, জার্মানিতে হিটলারের শাসনকালে ইহুদিরা যেমন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, তেমনি তারা ভারতের মুসলিমদেরও টার্গেটে পরিণত করেছে। জেলবন্দি সমাজকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে সিং বলেন, তিনি এমন একটি এলাকা থেকে এসেছেন যেখানে আরএসএসকে ‘নার্সারি’ বলা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct