আপনজন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বলেছেন, ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ শীঘ্রই সংসদে পাস হবে। প্রধানমন্ত্রী মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম ১০০ দিন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনে শাহ বলেন, ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ ওয়াকফ সম্পত্তির পরিচালনা, সংরক্ষণ এবং অপব্যবহারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই খুব শীঘ্রই এটি সংসদে পাস হবে। এর আগে, লোকসভা সচিবালয় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছিল যে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটির একটি বৈঠক ১৮, ১৯ এবং ২০ সেপ্টেম্বর নয়াদিল্লির রাজধানী শহরের সংসদ ভবন অ্যানেক্সে অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের বৈঠকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিনিধিরা ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর কমিটির সামনে মৌখিক প্রমাণ রেকর্ড করবেন।
১৯ সেপ্টেম্বর কমিটি কিপাটনার চাণক্য জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফৈজান মুস্তাফা, পাসমন্দা মুসলিম মাহাজ এবং অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতামত শুনবে ওয়াকফ বিল প্রসঙ্গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct