সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। মঙ্গলবার বিকেলে লালবাজারে গিয়ে বিনীত কুমার গোয়েলের কাছ থেকে পুলিশ কমিশনারের দায়িত্বভার বুঝে নিলেন মনোজ ভার্মা। কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফটোসেশন পর্ব শেষে মঙ্গলবার বিকেলেই লালবাজার থেকে বিদায় নেন বিনীত কুমার গোয়েল। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা বর্তমানে ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা পদে। বর্তমান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে বদলি করা হল রাজ্য পুলিশের এসটিএফ-এর এডিজি পদে। পাশাপাশি রাজ্য পুলিশের নতুন এডিজি আইবি পদে এলেন জ্ঞানবন্ত সিং। তিনি রাজ্যের আর্থিক দুর্নীতি দমন শাখার নির্দেশক পদে ছিলেন। রাজ্য গোয়েন্দা বিভাগের এডিজি আইবি পদে থাকা জাভেদ শামিমকে বদলি করা হল এডিজি আইন শৃঙ্খলা পদে। এর আগেও জাভেদ শামিম ওই পদে ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct