নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সোমবার এক ঘরোয়া অনুষ্ঠানে কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রকাশ করলেন অধ্যাপক ড.রাজন গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘মুখোমুখি খাজিম আহমেদ’। সুপ্রাবন্ধিক চিন্তক খাজিম আহমেদের প্রায় ৯ ঘণ্টা ২৪ মিনিটের সাক্ষাৎকারটি উদার আকাশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হলে পাঠক বিপুল আগ্রহ সঞ্চার করে। সে কারণেই দু-মলাটের মধ্যে তাকে ধরে রাখার তাগিদ অনুভব করি — জানালেন এই গ্রন্থের প্রকাশক ফারুক আহমেদ।এতে স্বাধীনতা পরবর্তী প্রায় অর্ধশতকের পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানের আশা-আকাঙ্ক্ষা-হতাশা-উদ্বেগের পাশাপাশি সমাজ,রাজনীতি, অর্থনৈতিক নানা বিষয় আলোচিত হয়েছে।আলোচনায় উঠে এসেছে গৌরকিশোর ঘোষ,মহাশ্বেতা দেবী, আবদুল আযীয আল আমান,সৈয়দ মুস্তফা সিরাজ,অধ্যাপক রেজাউল করিম প্রমুখ মনীষার অনেক অলিখিত গল্প।লেখকের কথায় - এ সাক্ষাৎকার শুধুমাত্র একজন মানী ইতিহাসবিদের ব্যক্তিগত আত্মকথনেই সীমাবদ্ধ না থেকে তা হয়ে উঠতে পারে স্বাধীনতা উত্তর এপার বাংলার সংখ্যালঘু বাঙালির বৌদ্ধিক মর্মবেদনার ঐতিহাসিক দলিল। খাজিম আহমেদ বলেন, বইটি সমাজ-ইতিহাসের গবেষকদের কাছে একটি সাহায্যপ্রদানকারী গ্রন্থ হিসাবে বিবেচিত হবে।আশা রাখি।
এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থের প্রকাশক ফারুক আহমেদ,অধ্যাপক রাজন গঙ্গোপাধ্যায়,ইতিহাসবিদ খাজিম আহমেদ প্রমুখ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণজিৎ সেনগুপ্ত ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct