নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: বিশ্বনবী দিবস উদযাপন উপলক্ষ্যে মিলাদুন্নবী জলসা ও সামাজিক অনুষ্ঠান হল রাজারহাটে। উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট যুবক বৃন্দের পরিচালনায় সোমবার সকাল থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান, ছানি অপারেশন ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি এদিন সন্ধ্যায় দুস্থদের মাঝে মশারী বিতরণ করা হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, নারীদের মর্যাদা ও স্বাধীনতার কথা ইসলাম ধর্মে বলা হয়েছে। পাশাপাশি নারীদের উপর অত্যাচারের অপরাধীদের শাস্তির কথাও বলা হয়েছে। আরজিকরের ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কামরুজ্জামান।
অন্যদিকে বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, তিন তালাকের জন্য মুসলিম মহিলাদের নাকি ইনসাফ পাইয়ে দিতে চায় কেন্দ্র সরকার। কিন্তু নিষিদ্ধ পল্লীতে যে সমস্ত মহিলারা থাকেন, তাঁদের জন্য মোদীজির কান্না পায় না। পরিসংখ্যান তুলে ধরে তিনি আরো বলেন, ভারতে মুসলিমদের থেকে হিন্দু সমাজের মধ্যে তালাকের হার বেশি। তাহলে সেই সমস্ত মায়েদের জন্য মোদীজি কেন মায়া কান্না কাদছেন না?
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কবিতা সানা, রাজারহাট যুবক বৃন্দ কমিটির সম্পাদক রাজা বিশ্বাস, সভাপতি সাহাঙ্গীর আলি মোল্লা, হাজি সেখ মহিদ আহমেদ, সহ সম্পাদক কুতুবউদ্দিন বিশ্বাস, মন্টু ইসলাম, নজরুল আলি মোল্লা প্রমুখ। কুরআন ও হাদীসের আলোকে বক্তব্য রাখেন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা মাসুম বাখতেয়ারি, উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম কোঅর্ডিনেটর পীরজাদা হাসানুজ্জামান, বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ রাহানাতুল্লা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct