সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: সোমবার ভোর রাতে মাছের গাড়ি উল্টে গুরুতর জখম হলে চারজন। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়ে লক্ষাধিক টাকার মাছ।ঘটনাটি ঘটেছে ক্যানিং মাছের আড়ত সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং ২ এর নারায়নপুর পঞ্চায়েতের শ্রীনগর এলাকার মাছ ব্যবসায়ী হাসিবুর রহমান।এদিন ভোরে নিজস্ব ফিসারি থেকে চিংড়ি,রুই,কাৎলা,ট্যাংরা,ভেটকি মাছ ধরেছিলেন ৬ কুইন্টাল। গাড়িতে করে ক্যানিংয়ের মাছের আড়তে নিয়ে যাচ্ছিলেন। মাছের আড়তের পিছনে আচমকা গাড়ি উল্টে যায়।
গুরুতর জখম হয় চালক আলিনুর মোল্লা,হাসিবুর রহমান,নাসির মন্ডল, রসিদ সরদার’রা।সামান্য আঘাত লাগলেও বরাতজোরে প্রাণে বাঁচেন চারজন। হাসিবুর রহমান জানিয়েছেন, ‘ক্যানিং শহরে জাতীয় মানের মাছের আড়ত। অথচ মাছের আড়তের পিছনে যাতায়াতের রাস্তা জঘন্য। নরক যন্ত্রণা।
খানাখন্দ তো আছেই।ময়লা আবর্জনায় ভর্তি।যার ফলে গাড়ি উল্টে গেলেও নোংরা আবর্জনা থেকে মাছ উদ্ধার করা সম্ভব হয়নি।মাত্র ত্রিশ হাজার টাকার মাছ উদ্ধার হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct