সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: লালগোলায় পদ্মা ভাঙ্গনে রাতের ঘুম উড়েছে বিলবোরাকোপরা গ্রাম পঞ্চায়েতের তারানগর সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষদের। প্রতিদিন বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছে পদ্মার গর্ভে। সেচ দপ্তর ভাঙ্গন রোধে সঠিক ভাবে কাজ করছে না। অভিযোগ তুলে সোমবার দুপুরে ভাঙ্গন পরিদর্শনে যাওয়া সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।
সপ্তাহ কয়েক ধরে লালগোলা ব্লকের খান্দুয়া লাগোয়া তারানগর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পদ্মা ভাঙ্গনের আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। এক মাসের মধ্যে প্রায় শত বিঘা জমি গিয়েছে পদ্মা গর্ভে। সোমবার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার তারানগরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গেলে সেই সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার তার কাজ সঠিকভাবে করছে না, এই অভিযোগ তুলে ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। রাস্তায় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। কয়েক ঘন্টা গাড়ির মধ্যে আটকে রাখা হয় ইঞ্জিনিয়ার কে। প্রশাসনিক আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘কাজে গাফিলতি হচ্ছিল। ঠিকাদার সংস্থা কাজ শুরু না করতেই ইঞ্জিনিয়ার এসেছিলেন। বাঁশ দিয়ে পাড় আটকে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু তা করে কোন লাভ হচ্ছে না।’ বাসিন্দাদের আরও দাবি, ‘সরকার গুরুত্ব সহকারে পাড় বাঁধানোর কাজ করুক।’
এ বিষয়ে ইঞ্জিনিয়ার সৌগত ভৌমিক বলেন, ‘আমরা কাজ দেখতে এসেছিলাম। ঠিকাদার কেন আসেনি তা আমার জানা নেই। ঠিকাদার না এলে কাজ শুরু করতে দেওয়া যাবে না বলে আমাকে আটকে রাখা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct