আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: চাষেও ক্ষতি টানা বৃষ্টির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী করিমপুর দু’নম্বর ব্লকের নতিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। অধিকাংশ পরিবার জলের তলায়। টানা জল দাঁড়িয়ে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে চাষেও।অতিবর্ষণে জলের তলায় চারশো বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত। দীর্ঘ দিন মাঠের কালভার্ট সংস্কার না হওয়ায় এমনটা হল। স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মন্ডল বলেন, ৮ থেকে ১০ বছর ধরে একটি সমস্যায় ভুগছেন তারা প্রায় চারশো বিঘ জমির ফসল প্রত্যেক বছরে জলের তলায় চলে যায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার কৃষকরা সোমবার স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
জলনিকাশী অবরুদ্ধ হওয়ায় জল সরছে না রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মানুষজন। ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়িরও। বহু পরিবার মাটির ঘর নষ্ট হওয়ায় মানুষ নিরাশ্রয় হয়েছেন। অভিযোগ,এতে দুর্গত এলাকার মানুষজন আরও দুর্ভোগের মধ্যে পড়েছেন। মাঠে ভিতর দিয়ে যে কালভার্টগুলো রয়েছে দ্রুত চালু করার দাবি জানান আন্দোলনকারীরা। চাষের জমিতে ধান ও সব্জি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করিমপুর থানার পুলিশ। অবরোধ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং জল নিকাশির ব্যবস্থা আশ্বাস দেন। করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এলাকায় পরিদর্শনে যান এবং স্থানীয় বাসিন্দারা সঙ্গে কথা বলেন দ্রুত জল নিকাশির ব্যবস্থা করার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct