মোহাম্মদ সানাউল্লা, নলহাটি, আপনজন: গত তিন দিনের টানা বৃষ্টির ফলে বৈধড়া জলাধার থেকে ছাড়া হয়েছে অতিরিক্ত জল। যার ফলে ফুলেঁফেপে প্লাবিত হয়েছে ব্রাহ্মণী নদী।নদী বাঁধ ভাঙার আশঙ্কায় এখন নদীর তীরবর্তী এলাকার মানুষজন। সোমবার সকাল ১১ টা নাগাদ এমনই চিত্র দেখা গেল নলহাটি ১ নম্বর ব্লকের ব্রাহ্মণী নদীর দেবগ্রাম ঘাটে। নদী গর্ভে উপচে পড়া জলের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। প্রাণের ঝুঁকি নিয়ে নৌকার ওপর চলছে নদী পারাপার। বীরভূমের নলহাটির পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে উপচে পড়ছে বৈধড়া জলাধার। যার ফলে সোমবার বেলা ১১ টা নাগাদ বৈধোরা জলাধার থেকে ছাড়া হয়েছে ৬ হাজার ৩০০ কিউসে জল। যার ফলে স্বাভাবিক ভাবেই ব্রাহ্মণী নদীর উপর যে পরিমাণে জল স্তর বেড়েছে। তাতে এদিন বৈধড়া জলধর থেকে আবারও ৬৩০০ কিউসেক অতিরিক্ত জল ছাড়ার ফলে নদীর দুই কুল ছাপিয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। যার কারণে নদীর পাড় ভেঙে নদীর তীরবর্তী গ্রামগুলি বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটছে এলাকা বাসীর মধ্যে। ইতিমধ্যে নলহাটি প্রশাসনের পক্ষ থেকে এলাকা গুলিতে জারি করা হয়েছে সতর্কবার্তা। একইভাবে নলহাটি ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর সুরক্ষার জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেই সঙ্গে এলাকায় নজরদারি রাখা হয়েছে বলে জানান নলহাটি ২ নম্বর ব্লকের ভিডিও রঞ্জন দাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct