তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সংগঠন সমিতি হলে’মুখোমুখি আমরা’ কর্মসূচী থেকে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ করল মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকার।আর এই বক্তব্যকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে আক্রমণ করেন তিনি। সাগরিকা বলেন, আর জি কর কান্ডের ঘটনাকে হাতিয়ার করে বিজেপি ও সিপিএম ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে।মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাচ্ছে।ওদের বয়কট করুন। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পিটা করুন।ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায়। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন,রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখোপাধ্যায়,মালদহ জেলা পরিষদের সদস্য তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার ও মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্যরা। জেলা সভানেত্রীর বক্তব্যকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।সিপিআইএম নেতা সুব্রত দাস বলেন, আগামী দিনে দেখবেন তৃণমূল কেই পশ্চিমবঙ্গের মানুষ দুই হাতে ঝাঁটা নিয়ে তাড়াবে। মালদহ জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলী বলেন, টালা থানার আইসি গেছে এবার কালিঘাটের পিসি যাবে। শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময়ে মানুষ বুঝিয়ে দিবে।
সাগরিকা বলেন, আমাদের লক্ষ্য একটাই আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচন।বিজেপি ও সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে ও দিদির পদত্যাগ নিয়ে যে তারা নোংরা খেলা খেলছে সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস কিছুতেই খেলতে দেব না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct