আপনজন ডেস্ক: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের চলমান বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হওয়ার কথা।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের কজলিস্ট অনুসারে, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে মামলাটি প্রথম আইটেম হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।
গত ৯ আগস্ট হাসপাতালের বক্ষক বিভাগের সেমিনার কক্ষ থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। সুপ্রিম কোর্ট ৯ সেপ্টেম্বর তার সর্বশেষ আদেশে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ১০ সেপ্টেম্বর, বিকেল ৫টার মধ্যে কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে এখন পর্যন্ত চিকিৎসকরা তাদের কাজে ফেরেননি, যা আদালতের আদেশের লঙ্ঘন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct