সুব্রত রায়, কলকাতা, আপনজন: দীর্ঘ টানা পোড়েনের পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের দোরগোড়ায় জুনিয়র ডাক্তারদের বাস গিয়ে পৌঁছল। বৈঠকের নির্দিষ্ট সময়ের অনেক পরে সেখানে পৌঁছান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একে একে দুজন স্টেনোগ্রাফার সহ ৩০ জনের বেশি প্রতিনিধি প্রবেশ করেন মুখ্যমন্ত্রীর বাসভবনে বন্দরের অন্দরে। শুরু হয় বৈঠক ৫ দফা দাবিকে সামনে রেখে।রাজ্য সরকারের উদ্যোগে পঞ্চম বার বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠানোর পর তারা বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সোমবার পঞ্চম বার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠান। এরপর দুনিয়া চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠকে বসে লাইভ সম্প্রচারণ এবং ভিডিওগ্রাফি দাবি থেকে সরে এসে মিটিং এর মিনিট উভয় পক্ষের মধ্যে হস্তান্তর হবে এই শর্তের রাজি হয়ে তাদের পাস দফা দাবি নিয়ে বিকেল পাঁচটার মধ্যে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার ক্ষেত্রে সহমত পোষণ করেন। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলন স্থলে নীল সাদা রঙের বাস নিয়ে আসা হয়। ওই বাসকে সময় মত কালীঘাটে পৌঁছে দিতে পুলিশের পাইলট কার প্রস্তুত রয়েছে।। বৈঠকের সময় বিকেল পাঁচটা। বিকেল পোনে পাঁচটার মধ্যে কালীঘাটে তাদের পৌঁছাতে হবে। প্রস্তুতি নিচ্ছেন তারা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও বৈঠকের জন্য পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।ফের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সোমবার বিকেল ৫ টা নাগাদ বৈঠকের জন্যে জুনিয়র ডাক্তারদের ডাকা হল। এই মর্মে জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেলে লেখা হয়েছে, 'গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের সবার কর্তব্য। তাই আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফ থেকে এটাই পঞ্চম এবং শেষ প্রচেষ্টা। তাই খোলামনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য আপনাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। তবে আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, যেহেতু মামলাটি এখনও সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে। তাই শেষ প্রচেষ্টায় সোমবার বিকাল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।’’ আর বৈঠকের ৫ মিনিট আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চলে আসতেও অনুরোধ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct