এহসানুল হক, বসিরহাট, আপনজন: হাসপাতালের সিসিইউ তে ভর্তি মুমূর্ষ রোগীর জন্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ওষুধের দোকানের বিরুদ্ধে । ড্রাগ কন্ট্রোলে অভিযোগ করবেন বলে জানান রোগীর পরিবার ।বসিরহাটের ঘটনা।বসিরহাট হাসপাতালের সিসিইউতে ভর্তি ফতেমা বিবি । ব্রেন স্ট্রোকে ভর্তি হন তিনি । রবিবার হাসপাতালের চিকিৎসক CARNOCAN নামে একটি ওষুধ প্রেসক্রিপশন করেন । রোগীর পরিবার বসিরহাট হাসপাতালে উল্টোদিকে “ বিশ্বাস মেডিকেল “ থেকে সেই ওষুধ কেনেন । রোগীর পরিবার বারবার করে বলে যে রোগী সিসিইউ-তে ভর্তি ওষুধ ভালোভাবে দেখে দিতে কিন্তু তারা বলে ঠিক আছে নিয়ে যান কোন অসুবিধা নেই । ওষুধের বিলও করে দেন দোকানদার । এরপর রোগীর আত্মীয়রা দেখে ওষুধটি মেয়াদ উত্তীর্ণ । তিন মাস আগে ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে । এরপর রোগীর পরিবার দোকানদারকে দেখালে দোকানদার সেই ওষুধ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে ।
এমনকি আমরাও সেই দোকানে গেলে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং দোকানের ভেতরে আসতে বলা হয়। এবং পুরো বিষয়টি এড়িয়ে যায় । এই বিষয়ে উত্তর ২৪ পরগনার ড্রাগ কন্ট্রোলার অফিসার “পার্থ সাহা “ বলেন-রোগীর পরিবাররা অভিযোগ করলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct