আপনজন ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াগি ও এর প্রভাবে সৃষ্ট বন্যায় মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৮৯ জন। রোববার দেশটির সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় ইয়াগি আঘাত হানার পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে মায়ানমার, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডে সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত মোট ৩৫০ জন মারা গেছে।
নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা এবং বন্যায় ৬৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে ও পাঁচটি বাঁধ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মায়ানমারের সরকারি গণমাধ্যমটি। এর আগে শুক্রবার জান্তা সরকারের বিবৃতিতে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩ জনে এবং দুই লাখ ৩৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
বন্যার পানিতে মায়ানমারের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি ডুবে গেছে। নিচু এলাকা হিসেবে পরিচিত রাজধানী নেইপেডুসহ আশপাশের এলাকা এখনো পানির নিচে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct