মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: টানা তিন দিনের নিম্নচাপের বৃষ্টিতে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় চাষের জমি জলে টইটুম্বুর। রায়না, খণ্ডঘোষ, মাধব ডিহি, গলসি, জামালপুর, মেমারি, কালনা, কাটোয়া সহ বিস্তীর্ণ অঞ্চলের চাষের জমি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। জল দ্রুত নিকাশি না হলে, ইতিমধ্যে বেড়ে ওঠা ধানের চারা গুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা তিন দিনের বৃষ্টির ফলে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় কৃষকরা সমস্যার মুখে পড়েছেন। চাষিরা অনেক জায়গায় আল কেটে জল নিকাশির চেষ্টা করছেন। শস্যগোলা পূর্ব বর্ধমানের ধানক্ষেতে অতিরিক্ত জল জমার ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে জল নিকাশি না হলে চাষের বড় ক্ষতি হয়ে যাবে। পূর্ব বর্ধমানের আমন চাষ গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন করে থাকে, যা জেলা, রাজ্য, এমনকি বিদেশেও রপ্তানি করা হয়। দক্ষিণ দামোদর এলাকায়, বিশেষ করে রায়না, খণ্ডঘোষ, মাধবডিহি অঞ্চলে ‘খাস ধান’ বা ‘খুশবু ধান’ ব্যাপকভাবে চাষ করা হয়েছে। এই ধানের গাছ একটু বড় হয়, তাই এই বৃষ্টিতে তাদের ক্ষতির সম্ভাবনা খুবই বেশি।
যদিও আবহাওয়াবিদরা আশ্বস্ত করেছেন যে, এই দুর্যোগ শীঘ্রই কেটে যাবে এবং জমির জল দ্রুত নেমে গেলে ধানক্ষেতের বড় ক্ষতি হবে না। বরং, এই জল অনেক ধান গাছকে নতুন জীবন দেবে। তবে কৃষকরা আশায় দিন কাটাচ্ছেন, কারণ যদি ধানের চারা নষ্ট হয়ে যায়, তবে তাদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct