আপনজন ডেস্ক: ভারতের সঙ্গে সংঘাতের জড়ানোর ফলে আর্থিক সংকটে পড়েছে মালদ্বীপ। তার উপর মাথায় রয়েছে বড় অঙ্কের ঋণের বোঝা। আর এ পরিস্থিতিতে মালদ্বীপের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। মালেকে আর্থিক সাহায্য করবে বেইজিং। যা নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে দুদেশের মধ্যে। ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পরই ফাটল ধরে ভারত-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কে। তার পর নানা কারণে সংঘাত আরও তীব্র হয়। জোর ধাক্কা খায় সেদেশের অর্থনীতি। যার ফলে জনগণের ক্ষোভ বাড়তে শুরু করেছে সরকারের প্রতি। এ পরিস্থিতিতে শুক্রবার অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য চীনের পিপলস ব্যাঙ্ক অফ চীনের সঙ্গে চুক্তি করেছে মালদ্বীপের আর্থিক উন্নয়ন মন্ত্রণালয়। এই চুক্তির মাধ্যমে বিনিয়োগ ও লেনদেনের পথ প্রসস্ত হবে বলেই জানা গিয়েছে। এনিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদমাধ্যমে জানান, ‘চীন বরাবরের মতো এবারেও সামর্থ্যের মধ্যে মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করবে।’ তবে ঠিক কীভাবে মালদ্বীপকে সাহায্য করা হবে তা নিয়ে বেশি কিছু জানায়নি কমিউনিস্ট দেশটি। উল্লেখ্য, ক্ষমতায় এসেই দেশ থেকে ভারতীয় সেনা সরানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মুইজ্জু। তার পর থেকে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায় মালদ্বীপ। এর পর গত মার্চ মাসে বিনামূল্যে মালেকে সামরিক সাহায্য করার জন্য চুক্তি করেছিল বেইজিং। মালদ্বীপকে ১২টি ইকো ফ্রেন্ডলি অ্যাম্বুল্যান্সও উপহার দিয়েছিল চীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct