সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী, আপনজন: অবিশ্বাস্য হলেও সত্যি। প্রধান শিক্ষকের উদ্যোগে স্কুলের কচিকাঁচাদের জন্য ক্লাসরুমে এসি বসানোর পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধান শিক্ষক। প্রত্যন্ত সুন্দরবনের চুনাখালি পঞ্চায়েতের নদীর তীরে রয়েছে ‘চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়’। বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০৩ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। বিগত দিনে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন নিমাই মালির ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলে তৈরী হয়েছে কিচেন গার্ডেন,বসানো হয়েছে সিসি ক্যামেরা,তৈরী হয়েছে ডিজিটাল কম্পিটার ক্লাস,স্বয়ংক্রিয় বেল,ইন্টারকম টেলিফোন সিস্টেম। সম্প্রতি স্কুলের এক বাৎসরিক অনুষ্ঠানে স্কুলের শিশু সংসদ এর প্রধানমন্ত্রী সায়ন্তিকা মাইতি ও তার মন্ত্রী পরিষদ(শিশু সংসদ) স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালির কাছে আবদার করে ক্লাসরুমে এসি বসানোর কথা বলেছিলেন। স্কুলের কচিকাঁচা তথা শিশু সংসদের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অনুরোধ আবদার পেয়ে নড়ে চড়ে বসেন স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি। আগামী শিক্ষাবর্ষে শিক্ষক দিবসে স্কুলের ক্লাসরুমে এসি বসানো হবে বলে আশ্বস্থ করেছেন প্রধান শিক্ষক।
এসি বসানোর পরিকল্পনা প্রসঙ্গে চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান তথা শিক্ষারত্ন শিক্ষক নিমাই মালি জানিয়েছেন, ‘শিশু সংসদের প্রধানমন্ত্রী সহ শিশু সংসদের সমস্ত মন্ত্রীদ্বয় আমার কাছে আবদার করেছে ক্লাসরুমে এসি বসানোর জন্য। আমি তাদের কে আশ্বস্থ করে বলেছি তোমাদের অনুরোধে আগামী শিক্ষাবর্ষে অবশ্যই স্কুলের ক্লাসরুমে এসি বসানো হবে। ’
স্কুলের ক্লাসরুমে এসি বসানোর পরিকল্পনা প্রকাশ্যে আসতেই খুশিতে উদ্বেলিত অভিভাবকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct