আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ তো তিনি জিতেছেনই। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার, তারপর রিয়াল মাদ্রিদের হয়ে চারবার। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নয়, অন্য একটা চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সামনে। এএফসি চ্যাম্পিয়নস লিগ, যেটা এশিয়ার সেরা ক্লাবগুলোর লড়াই। আল নাসরের হয়ে এই মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটা রোনাল্ডোর খেলার কথা ছিল আগামীকাল, ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে। কিন্তু কপাল খারাপ পর্তুগিজ কিংবদন্তির। ভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন ওই ম্যাচ খেলতে যেতে পারছেন না বাগদাদে। অধিনায়ককে ছাড়াই এশিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে মৌসুমের প্রথম ম্যাচটা খেলবে আল নাসর।
কিছুদিন আগেই ফিফার আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে পর্তুগালের হয়ে খেলে এসেছেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে ৯০০ গোলের মাইলফলকও পেরিয়েছেন তখন। এরপর আবার সৌদি আরবে ফিরে গত শুক্রবার ক্লাবের হয়ে খেলেছেন সৌদি লিগে আল আহলির বিপক্ষে। ওই ম্যাচে রোনাল্ডোকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়, তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি। ম্যাচটা অবশ্য জিততে পারেনি আল নাসর, ড্র করেছে ১-১ গোলে।
এরপরই রোনাল্ডো দলের সঙ্গে প্রস্তুতি শুরু করেছিলেন এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শর্তার বিপক্ষে ম্যাচের জন্য। তাঁর এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ইরাকের ভিসাও করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
আল নাসরের পক্ষ থেকে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ‘আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো আজ সুস্থ বোধ করছেন না এবং ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দলের চিকিৎসক নিশ্চিত করেছেন যে তাঁকে বিশ্রাম নিতে হবে এবং নিজের বাড়িতে থাকতে হবে। ফলে দলের সঙ্গে আজ ইরাক সফরে যাবেন না তিনি। আমরা আমাদের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করি।’
রোনাল্ডো খেলতে না পারায় আল নাসরের তো বড় ক্ষতি হলোই ইরাকের ফুটবলপ্রেমীরাও নিশ্চয়ই মন খারাপ করবেন। আল-মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ যে রোনাল্ডোই ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct