আপনজন ডেস্ক: বহু বিলম্বিত জনগণনা পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুতি শুরু করলেও জাতিগণনা করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। ২০২১ সালের আদমশুমারি ২০২০ সালের ১ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে তা স্থগিত করতে হয়েছিল। ১৮৮১ সাল থেকে প্রতি দশ বছরে আদমশুমারি পরিচালনা হয়ে আসছে। সূত্র জানিয়েছে, ২০২১ সালের আদমশুমারি শীঘ্রই শুরু হবে। যদিও জাতপাতের তথ্য সংগ্রহের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। গত বছর প্রণীত মহিলা সংরক্ষণ আইন বাস্তবায়নের কারণে দশকের আদমশুমারির তথ্যের জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে দেশ। এছাড়াও, সর্বশেষ জনসংখ্যার পরিসংখ্যান না থাকার কারণে, সরকার ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে নীতি প্রণয়ন করছে এবং ভরতুকি বরাদ্দ করছে। জনগণনা ও এনপিআর আপডেট করার জন্য রাজকোষ থেকে ১২,০০০ কোটি টাকা খরচ হবে বলে আশা করা হচ্ছে। এবার, দেশে প্রথম ডিজিটাল আদমশুমারি হবে, যাতে নাগরিকরা নিজেরাই তথ্য সংশ্লিষ্ট করতে পারবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct