আপনজন ডেস্ক: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বর্তমান মেয়াদেই ‘এক দেশ, এক নির্বাচন’ রূপায়ণ করবে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদ ১০০ দিন পূর্ণ হওয়ায় ক্ষমতাসীন জোটের মধ্যে সংহতি মেয়াদ সম্পূর্ণ করবে বলে তাদের বিশ্বাস। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলেছে, ‘মোদি বলেছেন, অবশ্যই এই মেয়াদেই এটি বাস্তবায়ন করা হবে।’
গত মাসে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে জোরালো সওয়াল করে বলেছিলেন, ঘন ঘন নির্বাচন দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে মোদি বলেছিলেন, এক দেশ, এক নির্বাচনের জন্য দেশকে এগিয়ে আসতে হবে। লোকসভা ভোটে বিজেপির ইস্তাহারে ‘এক দেশ, এক নির্বাচন’ অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল। চলতি বছরের মার্চ মাসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্যানেল প্রথম ধাপ হিসাবে এক দেশ, এক নির্বাচনের সুপারিশ করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct