জাহেদ হোসেন ও সাইফুল লস্কর, বারুইপুর: আপনজন: রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রেল স্টেশন সংলগ্ন কমলা ক্লাবের সভাঘরে ‘ভারতের সংখ্যালঘু সম্প্রদায়: অতিত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হল। এর আয়োজন করে সম্প্রতি গঠিত সমাজসেবী সংগঠন ‘বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ।’ সংগঠনের সহ সভাপতি আব্দুর রউফের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেমিনারে সভাপিতত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা মোজাফফার হোসেন। প্রারম্ভিক ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহান আলী পুরকাইত। তিনি বর্তমান ক্ষয়িষ্ণুকালীন সমাজে নাগরিক অধিকার, সমাজিক ন্যায়, সাম্য, সম্প্রীতি ও নিরাপত্তার উপর বিস্তারিত আলোকপাত করেন। প্রধান অতিথি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সৈয়দ নুরুস সালাম প্রান্তিক ও সংখ্যালঘুদের কোনঠাসা ও বঞ্চিত থাকার বিষয়ে বিষদে আলোচনা করেন। বিশেষ অতিথি সরসুনা কলেজের অধ্যাপক অমিত কুমার সিং সংখ্যাগরিষ্ঠের সন্ত্রাস, ইতিহাসের বিকৃতি ও সংবিধান পরিবর্তনের অপচেষ্টার বিরুদ্ধে বক্তব্য রাখেন। পান্ডবেশ্বর কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের করনীয় কি সে বিষয়ে পরামর্শ দেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপিকা পিঙ্কি ইশা, ফাদার শেমোল ঘড়ুই, ফাদার পৃথ্বিরাজ, ড. সামসুল আলম, অধ্যাপক মইনুল ইসলাম, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, অধ্যাপক কুতুবউদ্দিন মোল্লা, আইনজীবী হাফিজুর রহমান, ইমতিয়াজ আহমেদ মোল্লা, মাওলানা আনোয়ার হোসেন কাসিমি, গৌতম মন্ডল প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মন্ডলীর সদস্যা অধ্যাপিকা সালেহা বেগম, সম্পাদক মন্ডলীর সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবুল কালাম, মাওলানা ইউসুফ আলী, আব্দুল কাহার,সাবির হোসেন, আকবার আলি, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, ফিরোজ জুলফিকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি প্রাক্তন শিক্ষক এ.কে এম. গোলাম মোর্তজা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct