নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: গত ৮ ই সেপ্টেম্বর ২০২৪ শে শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বিশিষ্ট কবি সত্যেন্দ্রনাথ নাইয়ার সম্পাদনায় অনুভবের আয়নায় শারদ সংখ্যা ২০২৪ প্রকাশ পেল। অনুভবের আয়নায় সম্মাননা- ২০২৪ প্রদান করা হয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী সুচিত চক্রবর্তী,ভাগ্যধর বৈদ্য, রিঙ্কু দাস তারাশঙ্কর দাসবৈরাগী ও প্রতিভা সন্ধানে সাহিত্য পত্রিকা মোট ১১ জনকে।
উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক স্বপন চক্রবর্তী ও সুমঙ্গল দে। ১১ জন কবির প্রথম একক কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য সুন্দরবনের কবি মঙ্গল মান্নার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কবি তপন মাইতির মোহিনী,কবি মৃণাল মন্ডল এর খিড়কি। অনুভবের আয়নায় এমন একটি পত্রিকা যার মাধ্যমে নবীন কবি যারা নিজের প্রতিভা বিকাশে বাধা পায় অনুভবের আয়নায় তাদের লেখা প্রকাশ করে এগিয়ে যাবার প্রেরণা দেয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বাচিকশিল্পীদের মাধ্যমে প্রকাশিত লেখা উপস্থাপন। পেশায় প্রধান শিক্ষক, অনুভবের আয়নায় এর সম্পাদক সত্যেন্দ্রনাথ নাইয়া। কমপক্ষে একশত নবীন সাহিত্যকের একক গ্রন্থ প্রকাশ করার স্বপ্ন দেখেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct