সুভাষ চন্দ্র দাশ, গোসাবা,আপনজন: থ্যালাসেমিয়া মুক্ত পরিবার গড়ার লক্ষ্যে রক্তদাতা উদ্বুদ্ধ করন ও থ্যালাসেমিয়া সচেতনতা উপলক্ষে দুদিনের দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষা শিবির ও কর্মশালা শেষ হল শনিবার।প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা বিডিও অফিসের হ্যামিলটন ভবনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডলের উদ্যোগে লাইফ ডোনার্স ফ্যামিলি এন্ড ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ব্যবস্থাপনায় এবং গোসাবা পঞ্চায়েত সমিতি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহযোগিতায় দুদিনের এই শিক্ষা শিবিরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১ টি বিধানসভার বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধি,জেলা পরিষদ সদস্য,সদস্যা গোসাবার বিভিন্ন অঞ্চলের প্রধান,উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা,কর্মাধ্যক্ষ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার ১৫৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। গোসাবা থানার পুলিশ আধিকারিক ত্রিদিব কুমার মল্লিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। থ্যালাসেমিয়া মুক্ত পরিবার গড়ে তোলা, ১০০ শতাংশ সরকারি রক্তভান্ডার ভর্তি রাখা,মহিলা রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ, নবম, দশম, মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং এর ব্যবস্থা, সাপের কামড়ে আর একটি মৃত্যু মুখ নয়, উপহার ব্যতীত রক্তদান শিবির প্রভৃতি বিষয় ছিল কর্মশালায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct