আসিফ রনি, নবগ্রাম, আপনজন: আবারো বিরোধী শিবিরে ভাঙ্গন নবগ্রামে। কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য ও সদস্যা সহ প্রায় ১০০ জন কর্মী সমর্থক।
জানা যায়, নবগ্রামের কিরীটেশ্বরী অঞ্চলে বিরোধী শিবিরে ভাঙ্গন যেন অব্যাহত, একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান তৃণমূল কংগ্রেসে। আবারো কিরীটেশ্বরী অঞ্চলে শক্তি বৃদ্ধি তৃণমূলের। ভাঙন বিরোধী শিবিরে। শনিবার কিরীটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী অঞ্চলের কংগ্রেসের জয় পঞ্চায়েত সদস্য দুলাল মন্ডল ও সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্যা সুশান্তি মুর্মু। দলীয় সূত্রে খবর তাদের সঙ্গে মহিলা সহ প্রায় ১০০ জন কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবগ্রামের বিধায়ক সহ অঞ্চল নেতৃত্ব।
যোগদানকারী পঞ্চায়েত সদস্যরা বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে আমরা যোগদান করতে বাধ্য হলাম।
উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল,কিরীটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমজান আলী ও নব কুমার ঘোষ। শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাস, অঞ্চল চেয়ারম্যান হাফিজুল শেখ হ্যাপি,উপ প্রধান মানোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct