এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: দেশজুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্রমবর্ধমান মব লিঞ্চিং-এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ৷ বিজেপি শাসিত হরিয়ানার চরখি দাদরিতে গোমাংস রান্নার কথিত অভিযোগে বাঙালি পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক কে পিটিয়ে হত্যা, রাজস্থানে প্রায় একই অভিযোগে মতিউর রহমানকে হত্যা ইত্যাদি ঘটনা উল্লেখ করে বৃহস্পতিবার উত্তর ২৪পরগনা জেলার বসিরহাটের কাটিয়াহাট বাজারে পথসভা থেকে প্রতিবাদ জানান ‘পশ্চিমবঙ্গ নাগরিক সমাজে’র কর্মকর্তারা ৷ এ দিন তাঁরা আরজি কর কান্ডের তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলেন ৷ আরজি করের ঘটনাকে ঢাল করে যারা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও এদিন গর্জে ওঠেন পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সম্পাদক গোলাম ছাত্তার গাজী, সহ-সম্পাদক অধ্যাপক ড. জহর এ মন্ডল, বিশিষ্ট শিক্ষক মুকুল মন্ডল, বিধান গাইন, কবি আব্দুল্লাহ্ সাহাজি সহ আরও অনেকে ৷ জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির ফলে সারা রাজ্যে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করে একাধিক উদাহরণ তুলে ধরে অসুস্থ রোগীদের হয়রানি এবং বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা নিয়েও সরব হন তাঁরা ৷
আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে গোলাম ছাত্তার গাজী বলেন, যেকোনো আন্দোলনকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই ৷ আন্দোলনকারীদেরকে আমরা কুর্নিশ জানাই। কিন্তু যে আন্দোলন ফ্যাসিবাদীদের পক্ষে যায় সে আন্দোলনকে আমরা গণ আন্দোলন বলি না।’
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তারদের সাথে আলোচনার টেবিলে বসে মীমাংসা করার একাধিক দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ মহামান্য বিচারপতির আদেশ অমান্য করলেন জুনিয়র ডাক্তাররা। এটা কি হটো কারি নয় ?’ বলেও প্রশ্ন তোলেন গোলাম ছাত্তার গাজী ৷ দেশজুড়ে মব লিঞ্চিং-এর ঘটনা উল্লেখ করে দেশে নতুন আইন তৈরির দাবিও করেন তিনি ৷ বলেন, ‘হাতরসের ধর্ষিতা এবং খুন হওয়া মেয়েটির মৃতদেহ মধ্যরাত্রেই ধ্বংস করে দেওয়া হয়েছিল ৷ উন্নাওয়ের গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সাক্ষীগুলোকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে ৷ আরজি কর কাণ্ড এবং দেশজুড়ে গোরক্ষক বাহিনীর হাতে গণপিটুনিতে মৃত্যু হওয়া নিরীহ মুসলিমদের বিচার চেয়ে অধ্যাপক জহর এ মন্ডল বক্তব্য রাখার সময় বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে দেশের নিরিখে রাজ্যের অবস্থান বর্ণনা করেন ৷ জহর বাবুর মতে, পশ্চিমবঙ্গের মানুষ অনেক ভালো আছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct