সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: আগামী ১৬ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হবে নবী দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার নবী দিবস পালনকারী কমিটির লোকজন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ও সমাজসেবীদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় শনিবার লোকপুর থানার সভাকক্ষে। ঐদিন মুসলিম অধ্যুষিত বিভিন্ন গ্রাম থেকে সুসজ্জিত ট্যাবলো, ব্যানার,পতাকা ইত্যাদি সহযোগে পদযাত্রা বের হয়।তাছাড়াও অনেক গ্রামে ইসলামিক কুইজ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন হয়ে থাকে।এলাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই উপলক্ষে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মূলত এই সভার আয়োজন। এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে,অনুষ্ঠান ঘিরে ডিজেবক্স বাজানো সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। এজন্য কমিটির পাশাপাশি সাউন্ড ব্যবসায়ীদের ও আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হবে বিভিন্ন রাস্তার মোড়ে।অন্যান্য বছরের ন্যায় শান্তিপূর্ণ ভাবে যেন পালিত হয় তাহা সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।সভায় উপস্থিত প্রত্যেকেই বিশ্বনবীর যে শান্তির বার্তা সেই নিয়ে বক্তব্য রাখেন।প্রশাসনের পক্ষ থেকে জেনে নেওয়া হয় কোন কোন রাস্তা দিয়ে পদযাত্রা বের হবে এবং কোথায় জমায়েত হবে। সে সমস্ত বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন। জানা যায় আলিয়ট হাসপাতাল মোড় হইতে খন্নি গ্রামে বিরাজমান হযরত সৈয়দ শাহাতাজ ওলির মাজার শরীফ প্রাঙ্গনে জমায়েত হয় বিভিন্ন গ্রাম থেকে আগত মিছিল। সেখানে মাজার শরীফ জিয়ারত, মিলাদ মেহফিল, দোয়া খায়ের করা হয় বিশ্বশান্তির উদ্দেশ্যে। এদিন সভায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়াটার তহিদ আনোয়ার,লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, রাজায়ে মোস্তফা থানা কমিটির সম্পাদক হাফিজ সামিউল খান সহ বিশ্ব নবী দিবস পালনকারী কমিটির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং বিশিষ্ট সমাজসেবীগণ। সভা শেষে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন সমাজসেবী উজ্জ্বল দত্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct