আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুরে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ চালুর করার পর ওই কলেজ কর্তৃপক্ষ এবার ত্রিপুরা এবং উত্তর-পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আগরতলার কাছেই গড়ে তুলেছের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ।
ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদন পেয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই মেডিকেল কলেজে প্রথম ব্যাচেই ১৫০ জন পড়ুয়া এমবিবিএস পড়তে পারবে।
ইতিমধ্যেই নিট পরীক্ষার ফল প্রকাশের পরই নিয়ম মেনে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিপুরায় দ্বিতীয় রাউন্ডের কাউন্সিলিং গত ১১ সেপ্টেম্বর শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি তৃতীয় কাউন্সেলিং এর তারিখ প্রকাশিত হবে। নিট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এমবিবিএস পড়ার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় তার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর সচেতন রয়েছে। নবনির্মিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাউন্সিলিং সম্পর্ক বিস্তারিত তথ্য ত্রিপুরা সরকারের www.dmeonline.tripura.gov.in অথবা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নিজস্ব ওয়েবসাইট tripurasmc.com থেকে জানা যাবে।
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে নিট উত্তীর্ণ মেডিকেলে যোগ্য সকল পড়ুয়াদের সুযোগ দিতে তারা আগ্রহী।
আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও প্রযুক্তি নিয়ে আগরতলার অদূরে রানীর খামারে গড়ে উঠেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজের ক্যাম্পাসের পরিকাঠামো ইতিমধ্যেই মুগ্ধ করেছে এলাকাবাসী ও দেশ ও রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই যেমন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ১৫০ আসন নিয়ে এমবিবিএস কোর্স শুরু হয়ে গেছে। সেই সঙ্গে গত আগস্ট মাস থেকে এখানে বহিঃবিভাগে (ওপিডি) চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এখানে সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মাত্র ১০টাকার বিনিময়ে অভিজ্ঞ ডাক্তারবাবুদের থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct