আপনজন ডেস্ক: এ রাজ্যের মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে মধ্যমিক সমতুল হাই মাদ্রাসার পাশাপাশি একই মান সম্পন্ন সিনিয়র মাদ্রাসাও রয়েছে একশতের বেশি। সিনিয়র মাদ্রাসা গুলির এর অধিকাংশকে দ্বাদশ মান (সমতুল বা ফাজিল মাদ্রাসা হিসাবে গণ্য করে একাদশ দ্বাদশ পড়ানো হয় মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে। এই সমস্ত ফাজিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুপারিনটেনডেন্ট, সহকারি সুপার ইন্টেনডেন্ট কিংবা ভারপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে দুই দিন ধরে কর্মশালার আয়োজন করেছে পর্ষদ। এবছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণির মূল্যায়নে দুইটি সেমেস্টার পদ্ধতি চালু করছে। সমান্তরালভাবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত সিনিয়র তথা ফাযিল মাদ্রাসা গুলিকেও একাদশ - দ্বাদশ শ্রেনীর জন্য সেমেস্টার পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে। বেগম রোকেয়া ভবন অর্থাৎ পর্ষদের এর পুরানো কার্যালয় হাজী মহম্মদ মহসিন স্কোয়ারে ( তালতলা ) এই কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামি ১৮ ও ১৯ সেপ্টেম্বর, বুধ ও বৃহস্পতিবার দুই দিন ধরে এই কর্মশালায় ফাযিল মাদ্রাসার প্রতিনিধিরা থাকবেন।
দুরবর্তী শিক্ষকরা এখানে থেকে এই শিক্ষামূলক বিষয়ে সমৃদ্ধ হতে পারবেন। তৃণমূল পন্থী মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতা আবু সুফিয়ান পাইক পর্ষদের এই শিক্ষামূলক কর্মশালাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জেলায় জেলায় একাদশ শ্রেনীর সেমিস্টার পদ্ধতি নিয়ে যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল তাতে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা গুলি অংশ্রহণ করেছিল। কিন্তু সিনিয়র মাদ্রাসাগুলির একাদশ - দ্বাদশ শ্রেণির সবটাই নিয়ন্ত্রিত হয় মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমে। তাই ফাযিল মাদ্রাসা গুলির জন্য পর্ষদের এই উদ্যোগ নিঃসন্দেহে ফলপ্রসু হবে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct