নকীব উদ্দিন গাজী, নামখানা, আপনজন: গভীর নিম্নচাপ সমুদ্রে উত্তাল ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এফ. বি. পারমিতা নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল। ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা দেখতে পায় বেশ কয়েকজনকে মৎস্যজীবী সমুদ্রে ভাসছে। ভেসে থাকা ওই মৎস্যজীবীদের উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবী। এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। বাংলাদেশের পটুয়াখালী এলাকার বাসিন্দা বুধবার দিন আবহাওয়া খারাপ থাকার ফলে তাদের ট্রলারটি উল্টে যায় ডুবে যাওয়ার ফলে ওই ট্রলারে ঢাকা বাংলাদেশী মৎস্যজীবীরা ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় ঢুকে যায় বলে জানা যায় বাংলাদেশি মৎস্যজীবীদের কাছ থেকে। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান। ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে। তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে, এরা সব বাংলাদেশের পটুয়াখালী জেলার বাসিন্দা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct