আপনজন ডেস্ক: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানার সহযোগিতায় দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রায়না থানার অন্তর্গত নারুগ্রাম ফুটবল মাঠে। প্রতিযোগিতা শুরু হয় শুক্রবার, আটটি গ্রাম পঞ্চায়েতের ৮টি ফুটবল টিমকে নিয়ে। শনিবার সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল, সিআইসি তপন কুমার বসাক, রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা, খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর এবং মাধবডিহী থানার ওসি অনুপ কুমার দে।
চূড়ান্ত প্রতিযোগিতায় শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েত এবং সেহারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে দুই-এক গোলে সেহারা গ্রাম পঞ্চায়েতের ফুটবল টিম জয়ী হয়। গোলরক্ষক ও গোলদাতা সহ রানার্স এবং উইনারস টিমকে বিভিন্ন প্রাইজ ও একটি করে সুন্দর ট্রফি প্রদান করা হয়। এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দুই দলই অসাধারণ খেলার কৃতিত্ব দেখিয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন থানার নেতৃত্বে আরও ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct