সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় স্তরের এস টি ই এম (সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ম্যাথামেটিকস) ২০২৪ মডেল তৈরি প্রতিযোগিতায় দ্বিতীয় হল উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা টি আয়োজন করে এস টি ই এম এবং ব্রিললিও। প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুর ন্যাশনাল হিল ভিউ পাবলিক স্কুলে। চলতি মাসে (সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্থানীয় স্তরে দেশের ২০ টি রাজ্য থেকে ২০০ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। জাতীয় তথা চুড়ান্ত পর্যায়ে ৩০ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৩ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থী শেখ ফারহান উদ্দিন ও জিসান বৈদ্য। পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুবিনয় ঠাকুর। দুই প্রতিযোগিতা কে আয়োজক সংস্থার পক্ষ থেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়। আলাদা করে বিদ্যালয়কে ২৫ হাজার টাকা দেওয়া হয়।
শেখ ফারহান উদ্দিনের বাড়ি মহম্মদপুর গ্রামে। তার বাবা মহম্মদ সফি উদ্দিন পেশায় ভুমি দফতরের কর্মী। মা ফিরদৌসি বিবি গৃহকর্ত্রী। বোন সিফা সুলতানা দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপার হতে চায় ফারহান।
জিসান বৈদ্যর বাড়ি লাউহাটি গ্রামে। বাবা নাইমুল ইসলাম পেশায় দর্জি। মা আঞ্জুয়ারা বিবি গৃহকর্ত্রী। জিসান বৈদ্যর ভবিষ্যত পরিকল্পনা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হওয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিত্র “ দৈনিক আপনজন” প্রতিনিধি কে বলেন, ‘জিসান ও ফারহান বিদ্যালয় তথা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যাক্তিগণ ও রাজারহাটবাসী কে ভীষণ ভাবে গর্বিত করেছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct