দেবাশীষ পাল, মালদা, আপনজন: রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। দুষ্কৃতীদের ছোঁড়া পরপর দুটি বোমার আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিন। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ করে বলেন এদিন সকাল ৯টা নাগাদ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। ওই সময় চার-পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি ও পরপর দুটি বোমা ছোঁড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান।তার আরও অভিযোগ এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ । তারাই তার বাবাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা জানা জায়নি?। এই ঘটনার সঙ্গে সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এবিষয়ে মালদার মানিকচকের তৃণমূল বিধায়িক সাবিত্রী মিত্র বলে,ধরমপুর বাজারে কংগ্রেস নেতা সাইফুদ্দিন সেখকে বোমা মেরে খুনের ঘটনায় তৃণমূল দল জড়িত নয়। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের ব্যক্তিগত গন্ডগোলের কারণেই এই খুন। খুনের ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন। রবিবার ধরমপুর বাজারে গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা সাইফুদ্দিন খুনকান্ড প্রসঙ্গে কার্যত এমনটাই বললেন মানিকচকের তৃণমূল বিধায়ক।
কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলেন,অভিযোগ করে বলেন তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে কংগ্রেস নেতা। মালদার মানিকচকের কংগ্রেস নেতা সাইফুদ্দিন সেখকে বোমা মেরে খুনের ঘটনায় ধরমপুর স্ট্যান্ডে মৃতদেহ রাস্তায় রেখে চলছে বিক্ষোভ। কংগ্রেস নেতাকর্মীরা খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন পুলিশকে ঘিরে। ঘটনাস্থলে পুলিশ সুপার না পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন কংগ্রেসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct