নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ, আপনজন: রায়গঞ্জের তিলোত্তমা মোড়ে ডি ওয়াই এফ আই, এস এফ আই এবং গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে সারারাত ব্যাপী গণ অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। যুব নেতা কলতান দাসগুপ্তের গ্রেপ্তার ও আর জি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা তৃণমূলের বাহিনীর আক্রমণের প্রতিবাদ জানিয়ে, মুখ ও বধির গৃহবধুর উপর হওয়া পাশবিক নির্যাতনের বিরুদ্ধেও আওয়াজ তোলেন। আন্দোলনে ছাত্র-যুবদের পাশাপাশি শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরাও যোগ দিয়েছেন।
ডি ওয়াই এফ আই জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন জানিয়েছেন, “এ লড়াই অধিকারের লড়াই, সন্তান হারা বাবা-মায়ের দাবীকে মর্যাদা দিতেই এই অবস্থান বিক্ষোভ চলছে।” বিক্ষোভের মূল উদ্দেশ্য আর জি কর হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করা এবং কলতান দাসগুপ্তের মুক্তির দাবীতে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা।
প্রচুর মানুষের উপস্থিতিতে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ইন্দ্রজিৎ বর্মন, সাবিত্রী দাস, এবং বীবেক বর্মন। বিক্ষোভটি রবিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct