সুব্রত রায়, কলকাতা, আপনজন: আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন ওই হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এর পাশাপাশি টালা থানার দায়িত্বে থাকা তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকে ও গ্রেফতার করেছে সিবিআই। টালা পার্ক থানার ওই প্রাক্তন ওসি’র বিরুদ্ধে অভিযোগ তিনি এই অপরাধের তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করেছেন। এর আগে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তিনি এখন সিবিআই হেফাজতে। বর্তমানে আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তারের খবর স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের মধ্যে পৌঁছতেই তারা উচ্ছ্বাস দেখাতে শুরু করেন। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় আগেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবারও সন্দীপের পৈত্রিক বাড়ি এবং তার ঘনিষ্ঠ ঔষধ ব্যবসায়ীদের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ কে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। ঘটনা ঘটার ৩৬ দিনের মাথায় প্রাক্তন অধ্যক্ষকে খুন ও ধর্ষণ মামলায় গ্রেফতার করার ঘটনায় জুনিয়র ডাক্তাররা মনে করছেন বিচারের দিকে এক পা এগলো সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct