মারুফা খাতুন, আপনজন: আই এস এল-এর এখন পঞ্চম মরসুম। কিন্তু দুর্ভাগ্য, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জয়ের মুখ দেখলো না। শনিবার বেঙ্গালুরুর এফসির বিপক্ষে ০-১ গোলে হেরেছে কারলেস কুয়াদ্রাতের দল। ২৫ মিনিটে বেঙ্গালুরুর উঠতি প্রতিভা বিনীত ভেঙ্কটেশ একটি দারুন শটে গোল দেন। ২৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন লালচুংনুঙ্গা। ম্যাচের বাকি সময়টা ইস্টবেঙ্গল কে মাত্র ১০ জন খেলোয়াড় নিয়ে খেলা চালিয়ে যেতে হয়। তা সত্ত্বেও মাদিহ তালাল, অমন সি কে-রা সমতা ফেরানোর জন্য যথেষ্ট সমন্বিত প্রচেষ্টা করেছিলেন। তবে সহজবোদ্ধ সুযোগ নষ্ট হয়। ফলস্বরূপ লাল-হলুদ দলকে খালি হাতেই ব্যাঙ্গালুরু ছাড়তে হচ্ছে। পারফরমেন্স এর উন্নতি না হলে এবারেও আইএসএলে ভালো অবস্থান নিশ্চিত করতে পারবে না ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আক্রমণাত্মক ভাব বেশি থাকলেও নন্দকুমার শেখর রা গোল করতে পারেননি। ১২ মিনিটে জ্যাকসন সিং বক্সের ওপার থেকে একটি শক্তিশালী শট নিক্ষেপ করেন। সেই শট রুখে দেন ব্যাঙ্গালোরের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ৮৫ মিনিটে লালচুংনুঙ্গার পাশ থেকে পেনাল্টি এলাকায় বল পান ক্লেটন সিলভা। তবে তার প্রচেষ্টা গোলপোস্টের ওপর দিয়ে যায়। আমান ও তালাল বিকল্প হিসেবে কাজ করেন। কিন্তু প্রথমে কেন তাদের লাইন আপে অন্তর্ভুক্ত করা হয়নি তা স্পষ্ট নয়। মহম্মদ রাকিপের পরিবর্তে আমান শুরু করলে উইং আ্যসাল্ট আরও কার্যকর হতো।
আইএসএল-এ ক্রিস্টাল জনের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক সাপে-নেউলের। এদিন ম্যাচ শুরু হওয়ার ২১ মিনিটের মধ্যে নন্দকুমার, লালচুংনুঙ্গা ও হেক্টর ইয়ুস্তেকে হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি। বেঙ্গালুরুর ফুটবলাররা ফাউল, তর্ক করলেও তাঁদের জন্য রেফারির পকেট থেকে কার্ড বের হয়নি। ৮৫ মিনিটে বক্সের ঠিক বাইরে বিষ্ণু পি ভি-কে ফাউল করা হয়। বক্সে গিয়ে পড়েন বিষ্ণু। কিন্তু পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। তিনি বহু ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। শনিবারও সেটাই দেখা গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct