আপনজন ডেস্ক: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি বলেছেন, পয়গম্বর মুহাম্মদ সা. যে পথ দেখিয়েছেন তা কেবল মুসলিমদের জন্য নয়, যারা বিশ্বজুড়ে শান্তিতে বসবাসের চেষ্টা করছেন তাদের জন্যও। তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, যারা বিষ ছড়ানোর চেষ্টা করছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তাদের ‘রাজনৈতিক এজেন্ডা’ বাস্তবায়নের চেষ্টা বন্ধ করতে হবে। শনিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানির লেখা ‘প্রফেট ফর দ্য ওয়ার্ল্ড’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রেবন্ত রেড্ডি বলেন, বিধানসভায় জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য সর্বদা শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন হয়। তিনি আরও বলেন, লোকসভায় হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এমন এক বিরল নেতা যিনি সর্বদা গরিবদের সমস্যা নিয়ে আওয়াজ তোলেন। তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে কথা বললেও আমি সবসময় আসাদউদ্দিন ওয়াইসিকে নিয়ে গর্ব অনুভব করি। কিন্তু আজকাল তাঁর মতো খুব কম মানুষই আছেন যাঁরা গরিবদের সমস্যা নিয়ে কথা বলবেন। বেশিরভাগ সাংসদই ব্যবসায়ী ও কর্পোরেট জগত থেকে আসছেন, যাঁরা সংসদে গরিবদের প্রতিনিধিত্ব করতে চান না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct