আপনজন ডেস্ক: রুশ ভূখণ্ডে যদি পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হয় তাহলে ন্যাটো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে বলে ধরে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের এমন পদক্ষেপে সংঘাতের মোড় ঘুরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি ফিরিয়ে আনার জন্য এমন পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ শহরে পুতিন বলেছেন, যারা কিয়েভকে এ ধরনের অস্ত্র দেবে তারাও সরসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তাছাড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরিচালিত হবে ন্যাটোর বাহিনী দিয়ে। কারণ ইউক্রেনের সেই সক্ষমতা নেই। পুতিন বলেন, সুতরাং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা করবে কি করবে না সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াবে কি না।রুশ প্রেসিডেন্ট বলেন, যদি এ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, তহলে তা ন্যাটোভুক্ত দেশগুলোর সরসারি যুদ্ধে জড়ানোর থেকে কম নয়। এর মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। ফলে এতে সংঘাতের মোড় ঘুরে যাবে বলে জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি চাইছেন, রাশিয়ার যেসব সামরিক ঘাঁটি থেকে ইউক্রেনের ওপর আকাশপথে হামলা চালানো হচ্ছে, তার দেশ সেগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ‘ন্যায্য’ অধিকার প্রয়োগের ছাড়পত্র পাক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct