সাবের আলি, বড়ঞা, আপনজন: ধন্যবাদ জ্ঞাপন সভায় উপছে পড়ল মানুষের ভিড়। শুক্রবার বড়ঞা থানার জালিবাগান এলাকায় ওই সভা করা হেয়ছিল। সেখানে বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান মানুষকে ধন্যবাদ জানানোর সাথে আগামীতে এলাকার সব ধরণের সমস্যা দূর করতে সচেষ্ট হবে বলে জানিয়েছেন।
এদিনের সভায় হাজির ছিলেন বড়ঞা ব্লক উত্তর সভাপতি গোলাম মুর্শেদ,জেলা পরিষদ সদস্য দুধ কমল দাস, আনারুল হোসেন, তণমূল কংগ্রেস সহ- ব্লক সভাপতি মাহে আলম, শিক্ষার্থীদের সেল সভাপতি বুদ্ধদেব সাহা, ব্লক নেতৃত্ব আফসার আলী পল্টু সহ স্থানীয় নেতৃত্ব। বৃষ্টিকে উপেক্ষা করেও সভায় ব্যাপক জমায়েত হয়েছিল। বিকেল চারটে বাজতেই বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান সে খানে হাজির হোন। তিনি সভাস্থলে আসতেই সেখানে জনতার ঢল নামে। জনতার সাথে হাত মিলিয়ে সভামঞ্চে উঠেন সাংসদ। সেখানে তিনি বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর এই এলাকায় এসে মানুষের উষ্ণ অভ্যর্থনা পেলাম। এখানকার মানুষকে যে কথা দিয়েছি তা রাখার চেষ্টা করে যাবো । ইতিমধ্যে জেলার রেলগেট সমস্যা নিয়ে পার্লামেন্টে তুলে ধরা হয়েছে। রেলগেটের কাজও শুরু হওয়ার মুখে। পাট চাষিদের সমস্যার কথাও বলা হএয়ছে পাডরামেন্টে। এবার মুর্শিদাবাদ শিল্কের সমস্যার কথাও পার্লামেন্টে তুলে ধরা হবে। জেলায় অ্যাকাডেমি খোলার জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। জমি পাওয়া গেলেই অ্যাকাডেমির কাজ শুরু হবে।বলে জানিয়েছেন বহরমপুর সংসদ ইউসুফ পাঠান।
এদিন দলের বব্লক সভাপতি গোলাম মুর্শিদ বলেন, এই দিন সভায় যা ভিড় হয়েছে তা আগে কোনদিন এমন অবস্থায় হয়নি বলে মনে হয়েছে। কয়েক হাজার মানুষ ধন্যবাদ জ্ঞাপন সভায় হাজির ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct