সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: গত পঞ্চায়েত নির্বাচনে উত্তেজনা নমিনেশন জমা দিতে বাধা সহ একাধিক বিষয়ে ভাঙ্গড়ের পরের স্থান ছিল মুর্শিদাবাদের রানীনগর দুই ব্লক।তৃণমূল কংগ্রেসের তৎকালীন ব্লক সভাপতি শাহআলম ও বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচন করলেও সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রদান করে বাম কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে ছিলেন।একাধিক গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল জোট।নির্বাচন শেষে বোর্ড গঠন নিয়ে হাই কোর্ট পর্যন্ত মামলা গড়ার।প্রথমে বোর্ড গঠনে কংগ্রেসের টিকিটে জয়ী মোঃ কুদ্দুস আলী সভাপতি নির্বাচিত হয়।তার পরে স্থায়ী সমিতি গঠন নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা,এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস জেল হাজত পর্যন্ত যায়।জেলে দেখা করতে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরী।তার পরে একাধিক মঞ্চ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস কে বিভিন্ন ভাষায় আক্রমন করতে দেখা গিয়েছিল।সব রাগারাগি ভুলে শাসক দলেই নাম লেখালেন শুক্রবার বিকেলে ইসলামপুরে এক যোগদান সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস। পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান সাংসদ আবু তাহের খান ও বিধায়ক সৌমিক হোসেন সহ ব্লক সভাপতি মেবুব মুর্শিদের হাত ধরে ।আগামীদিনে সাধারণ মানুষের কাজ করবো এবং তৃণমূলের সঙ্গে থাকবো বলে জানান। বিধায়ক সৌমিক হোসেন জানান আমরা উন্নয়নের রাজনীতি করি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি।সাংসদ আবু তাহের খান বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও ১৫ জন গ্রাম পঞ্চায়েত সদস্য,পঞ্চায়েত সমিতির সদস্য সহ কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন । বিরোধী শূন্য হয়ে গেলো আবারও রানীনগর বিধান সভা।
রানীনগর দুই ব্লক কংগ্রেস সভাপতি মমতাজ বেগম হীরা কুদ্দুস তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই সাংবাদিক বৈঠক করে বলেন, যেভাবে তৃণমূল রটাচ্ছে যে ১৫ থেকে ১৭ জন মেম্বার তৃণমূলে যোগদান করেছে সেটা মিথ্যা ,আর কেও উন্নয়ন করতে তৃণমূলে যোগদান করেনি, সবাই নিজের পকেটের উন্নয়ন করতে তৃণমূলে যোগদান করেছে। তবে সভাপতি কুদ্দুস আলী তৃণমূলে গিয়েছে কিন্তু কোনো ভোটারকে নিয়ে যেতে পারেনি আর পারবেও না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct