রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: আর জি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে রাজ্য সরকারের শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া হাজি আলম বক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা সরকার।
প্রসঙ্গত আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। একমাসের বেশি সময় ধরে কর্মবিরতিতে জুনিয়ার ডাক্তাররা। তিনদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে চলছে অবস্থান। তবে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে সরব হয়েছে সবমহল। প্রত্যেকে নিজের মতো করে প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন। সকলের দাবি একটাই, নির্যাতিতার বিচার চাই।
সাম্প্রতিক কালে ঘটে যাওয়া অর্জিকরে অভোয়া কাণ্ডের প্রতিবাদে শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে শিক্ষা রত্ন সম্মান ফিরিয়ে দিলো অবসরপ্রাপ্ত গুনি শিক্ষক গোলাম মুস্তাফা সরকার।
জানা গিয়েছে, ২০১৬ সালে শিক্ষারত্ন পুরস্কার পান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা গোলাম মোস্তাফা সরকার। স্মারকের পাশাপাশি পুরস্কার স্বরূপ ২৫ হাজার টাকা দেওয়া হয়। আর জি কর কাণ্ডের প্রতিবাদে স্মারক ও ২৫ হাজার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই এ বিষয়ে জেলাশাসক ও স্কুলশিক্ষা দপ্তরে তিনি মেলও করেছেন বলে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct