আপনজন ডেস্ক: ভারতের আসামে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের গুলিতে দুই মুসলিম কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুর রাজস্ব সার্কেলের অন্তর্গত কচুতলি গ্রামে।
জুবাহির আলি ও হায়দার আলি নামের দুই বাংলাভাষী মুসলমান পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে মারা যান। এতে একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যসহ এক ডজনেরও বেশি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল।
ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে এক সরকারি আধিকারিক বলেন, আমরা যখন সরকারি জমি দখলমুক্ত করছিলাম, তখন তারা (গ্রামবাসীরা) প্রতিরোধ করেছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের অনেকে লাঠি ও পাথর নিয়ে এসে আমাদের আক্রমণ করে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়েছে। পুলিশ জানিয়েছে, উচ্ছেদ অভিযান সোমবার থেকে বুধবার পর্যন্ত শান্তিপূর্ণভাবে চললেও বৃহস্পতিবার গ্রামবাসীরা আধিকারিক ও পুলিশ কর্মীদের মুখোমুখি হওয়ায় তা হিংসাত্মক হয়ে ওঠে। আগে জমি পরিষ্কার করা হলেও গ্রামবাসীরা ফের জমি দখল করে নেয়। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং বলেন, সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, ওই এলাকায় কিছু নির্মাণ কাজ চলছে। এটি নির্ধারিত হয়েছিল যে বসতি স্থাপনকারী এবং যারা এই অঞ্চলে যাওয়ার চেষ্টা করেছিল তারা সুরক্ষিত শ্রেণির সদস্য ছিল না। তিনি বলেন, ‘সরকার উচ্ছেদ অভিযানের নির্দেশনা দিয়েছিল। ওই এলাকায় সাত দিন মাইকিং করার পর এই অভিযান চালানো হয়। বুধবার পর্যন্ত ১৫১টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে এবং ২৪০ বিঘা জমি পরিষ্কার করা হয়েছে। এদিকে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, লামডিং ডিভিশনের দিগারু-তেতেলিয়া সেকশনে ৩০০ থেকে ৪০০ জন উচ্ছেদ হওয়া যাত্রী রেললাইনে আসায় দুই ঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct