আপনজন ডেস্ক: বিক্ষোভরত চিকিৎসকদের উদ্দেশে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনেতাদের মঞ্চে গিয়ে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ শেষে চলে আসার পর চিকিৎসকরা বললেন, তারা আলোচনার জন্য উন্মুক্ত। এদিন জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ স্থলে মমতার সঙ্গে ছিলেন ডিরেক্টর জেনারেল রাজীব কুমার। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান বিক্ষোভকারীরা।
প্রথমেই মমতা বলেন, আমার একটাই অনুরোধ, দয়া করে আমাকে কথা বলতে দিন। দয়া করে ধৈর্য ধরুন, দয়া করে আমার কথা শুনুন। তখন আপনি স্লোগান দিতে পারেন এবং চিৎকার করতে পারেন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আমি শুধু পাঁচ মিনিট চাই।
মমতা বলেন, আপনাদের আন্দোলনকে আমি সম্মান করি বলেই আপনাদের কাছে আসতে হচ্ছে। আমার উত্থান ছাত্র আন্দোলন থেকে। কাল রাতে তুমি যখন বৃষ্টিতে কষ্ট পেয়েছিলে তখন আমি ঘুমাতে পারিনি।
আমি সিবিআইকে অনুরোধ করছি দোষীদের তিন মাসের মধ্যে ফাঁসি দেওয়া হোক। আমি তিলোত্তমার বিচার চাই। জুনিয়র ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রী আর্জি জানান, দয়া করে কাজে ফিরে যান। আমি সহানুভূতির সাথে আপনার দাবিগুলি মোকাবেলা করব। ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করতে হবে। আমার ধারণা, চিকিৎসার অভাবে অনেকে মারা গেছেন। আপনার বাবা-মাও উদ্বিগ্ন। দয়া করে কাজে যোগ দিন। আমরা হাসপাতাল পরিকাঠামো ও উন্নয়নের কাজ শুরু করেছি। পুলিশ, জুনিয়র ডাক্তার ও নার্সদের প্রতিনিধিদের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন অধ্যক্ষরা। তিনি আরও বলেন, আমি কোনো ব্যবস্থা নেব না। আমি উত্তরপ্রদেশের পুলিশ নই। তারা এসমাকে আঁকড়ে ধরে। আমি তা করব না।
মমতা সাফ জানিয়ে দেন, কোনো অপরাধী আমার বন্ধু নয়। তারা আমার শত্রুও নয়। আর যারা জড়িত বলে অভিযোগ রয়েছে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাদের চিনি না, তারা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। রাজ্যে সমস্ত রোগী কল্যাণ সমিতি বাতিল বলে ঘোষণা করেন তিনি।
মমতা বলেন, বলেন, মনে রাখতে হবে, ১৭ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আমি তোমার কোনো ক্ষতি চাই না। আমি তোমার দিদি। আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি। আমাকে একটু সময় দিন।
মমতা চলে যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা সাংবাদিকদের বলেন, আমাদের অনুরোধ উনি যেন আমাদের দাবি মেনে নেন। আমরা সমস্ত রোগী কল্যাণ সমিতি বাতিলকে স্বাগত জানাই। আমরা চাই আমাদের দাবিগুলো নিয়ে এখনই আলোচনা হোক। আমাদের দাবির সঙ্গে আপস নয়। মুখ্যমন্ত্রীর এই সফরকে আমরা ইতিবাচক হিসেবে দেখলেও দাবি থেকে পিছু হটছি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct