আপনজন ডেস্ক: হিমাচল প্রদেশের সিমলার সানজাউলি এলাকায় মসজিদের ‘অবৈধ’ অংশ ভেঙে ফেলার দাবিতে বিক্ষোভকারীরা বুধবার পুলিশের ব্যারিকেড ভাঙায় লাঠিচার্জ করতে হয়েছে। ‘জয় শ্রীরাম’ ও ‘হিন্দু একতা জিন্দাবাদ’ স্লোগান দিয়ে শত শত বিক্ষোভকারী সবজি মান্ডি ঢাল্লিতে জড়ো হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রশাসনের হুঁশিয়ারি উপেক্ষা করে ঢাল্লি সুড়ঙ্গের কাছে তৈরি করা ব্যারিকেড ভেঙে সানজাউলির দিকে মিছিল করে।কিছু হিন্দু গোষ্ঠীর আহ্বানে বিক্ষোভকারীরা সানজাউলিতে প্রবেশ করে এবং মসজিদের কাছে দ্বিতীয় ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশ লাঠিচার্জ করে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।
পুলিশ হিন্দু জাগরণ মঞ্চের সেক্রেটারি কমল গৌতম সহ কয়েকজন বিক্ষোভকারীকেও আটক করে। এরপর মসজিদের কাছে আবার ব্যারিকেড তৈরি করে। কিন্তু বিক্ষোভকারীরা চলে যেতে অস্বীকার করে ওপ্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। অনেক মহিলাও প্রতিবাদে যোগ দিয়েছিলেন এবং ব্যারিকেড ভেঙে ঢাল্লিতে হনুমান চালিশা পাঠ করেছিলেন। ঘটনাস্থলে ছিলেন ডিজিপি অতুল ভার্মা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বিক্ষোভকারীদের অন্যতম নেতা বিজয় শর্মা বলেন, পুলিশি পদক্ষেপের ফলে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, বিষয়টি ১৪ বছর ধরে মামলা ঝুলে আছে এবং আদালতের পরবর্তী শুনানির তারিখ ৫ অক্টোবর। আমাদের দাবি, শুনানি শেষ না হওয়া পর্যন্ত কাঠামো সিল করে দেওয়া হোক। যদিও মসজিদ কর্তৃপক্ষের দাবি মসজিদ অবৈধ নয়। তার একাংশ ঘিরে আপত্তি ওঠায় তা নিয়ে মামলা চলছে। মসজিদে নিযমিত নামজপাঠও হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, সরকার তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অনুমতি দিতে অস্বীকার করেছে এবং এখন তাদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের গুলিতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও দাবি করেন তাঁরা।
বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক মহিলা পুলিশকর্মী জখম হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct