আপনজন ডেস্ক: ভারতের চার হাজার বর্গকিলোমিটার এলাকা প্রতিবেশী দেশের সেনারা ‘দখল’ করে নেওয়াটা ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে বিরোধী দলনেতা ইঙ্গিত দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সাথে কোনও আলোচনা নয় এবং বাংলাদেশে চরমপন্থী উপাদানগুলির উদ্বেগ সহ অন্যান্য প্রধান বৈদেশিক নীতি ইস্যুতে কংগ্রেস বিজেপি নেতৃত্বাধীন সরকারের সাথে একমত। মঙ্গলবার ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, তিনি চান না ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার কোনও ভূমিকা থাকুক। চিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, আপনি যদি বলেন যে আমাদের ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারে চিনা সেনারা তাদের মতো পরিচালনা করছে, তবে হতে পারে। লাদাখে দিল্লির সমান জমি দখল করে রেখেছে চিনা সেনা। আমি মনে করি এটি একটি বিপর্যয়। মিডিয়া এসব নিয়ে লিখতে পছন্দ করে না।’ তিনি বলেন, যদি কোনো প্রতিবেশী আপনার ভূখণ্ডের চার হাজার বর্গকিলোমিটার দখল করে নেয়, তাহলে আমেরিকা কী প্রতিক্রিয়া দেখাবে? কোনও প্রেসিডেন্ট কি এই কথা বলে পার পেয়ে যাবেন যে, তিনি এটা ভালোভাবে সামলেছেন? তাই আমার মনে হয় না মোদি চিনকে ভালোভাবে সামলাতে পেরেছেন। আমার মনে হয়, আমাদের ভূখণ্ডে চিনা সেনার বসে থাকার কোনও কারণ নেই। সাংবাদিক সম্মেলনে তিনি পাকিস্তান নিয়ে মোদির নীতিকে সমর্থন করেন। চার দিনের অনানুষ্ঠানিক মার্কিন সফরে থাকা রাহুল বলেন, আমাদের দেশে পাকিস্তানের সন্ত্রাসবাদে উস্কানি দুই দেশকে পিছিয়ে দিচ্ছে। আমাদের দেশে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না। কাশ্মীর ইস্যু দক্ষিণ এশিয়ার দুই দেশকে সংলাপ থেকে দূরে রাখছে কিনা জানতে চাইলে তিনি ‘না’ বলেন। তিনি বলেন, আমি মোদিজিকে আমাদের আমেরিকান দৃষ্টিভঙ্গি থেকে খুব বেশি সরে যেতে দেখছি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct