নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বাঁকুড়ার এক নিট উত্তীর্ণ কৃতি ছাত্র, যিনি ওবিসি তালিকাভুক্ত। তাঁকে প্রথম কাউন্সেলিংয়ে অ্যালটমেন্ট লেটার দেওয়ার পরেও কলকাতার এসএসকেএম হাসপাতালের ডিন ভর্তি না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় নিটে ৬৭০ নম্বর পাওয়া এই ছাত্রা মারুফ খানকে অবিলম্বে ভর্তি নেওয়ার জন্য দাবি তুলল নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন আইএসএফ।
এক প্রেস বিবৃতিতে আইএসএফর তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ সহ বহু কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে ভর্তির ক্ষেত্রে ওবিসি তালিকাভুক্ত ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। তাদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট পুনর্নবীকরণ করছেন না বিভিন্ন সরকারি আধিকারিকেরা। তারা প্রায়ই হেনস্থার শিকার হচ্ছেন।
আইএসএফের অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক মদতপুষ্ট গ্রুপ, যারা সংরক্ষণের বিরোধিতায় সরব, তারা চায় না সংখ্যালঘু পিছিয়ে পড়া সম্প্রদায় শিক্ষার সুযোগ পাক।। অন্যদিকে, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে টালবাহানা করেছে। মামলা নিয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করেনি। হাইকোর্টে উত্থাপন হওয়ার পর সকলের নজরে আসে বিষয়টি। এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। কিন্তু ১২-১৩ বছর সরকারে থাকার পরেও এই সরকার কোন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ আইএসএফের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct