নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সোমবার সন্ধ্যার পর সিবিআই এর একটি টিম তদন্তে আরজিকর হাসপাতালে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা তদন্ত শেষ করে বেরোনোর সময় তুমুল বিক্ষোভের মুখে পড়ে। কোনভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তদন্তে যাওয়া সিবিআই অফিসারদের গাড়িতে তুলে সেখান থেকে বের করে দেয়। বিক্ষোভ থাকাতে চলন্ত সিবিআই অফিসারদের গাড়ির পিছনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আরজিকর হাসপাতাল থেকে ছুটতে দেখা যায়। এদিন এক বহিরাগত সহ বেশ কিছু মহিলা জড়ো হন সেখানে। বাংলা হিন্দি ও ইংরেজি ভাষাতে জনতা সেখানে তদন্তে আসা অফিসারদের কাছে প্রশ্ন ছুড়ে দেয় ৩০ দিন হয়ে গেছে আর লাগবে কতদিন।? সিবিআই অফিসারদের লক্ষ্য করে বিক্ষোভ রত জনতাকে বলতে শোনা যায় আর কোন তদন্ত হবে না আপনারা বিক্রি হয়ে গেছেন।
সিবিআই অফিসারদের পরিবারের কথা উল্লেখ করে ক্ষুব্ধ মহিলাদের বলতে শোনা যায় আপনাদের ঘরের বোনের সাথে এরকম হলে আপনারা কি করতেন? সিবিআই তদন্ত এতদিনে কি করল তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন ক্ষুব্ধ মানুষজন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তদন্তে আশা সিবিআই অফিসারদের কর্ডন করে ঘিরে নেয়।
এরপর ক্ষুব্ধ জনতাদের মাঝে থেকে ওই অফিসারদের বের করে গাড়িতে তুলে আরজি কর হাসপাতাল থেকে সেই গাড়ির পেছনে ছুটে সিআইএসএফ জওয়ানরা আরজি কর হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যান। পিছনে ক্ষুব্ধ জনতাকে চিৎকার করে বলতে শোনা যায় ৩০ দিনে কি তদন্ত করলেন সিবিআই অফিসাররা জবাব দিন। আপনাদের ওপর অনেক ভরসা ছিল সাধারণ মানুষের। কিন্তু আপনারা কিছু করতে পারলেন না। সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই যে স্ট্যাটিস রিপোর্ট জমা দেয় তা দেখে খুশি হননি প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী মঙ্গলবার ফের কারেন্ট স্ট্যাটিস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আরজি করে নিহত পড়ুয়া তরুণী চিকিৎসকের ঘটনার পর ৩০ দিন কেটে গেলেও সিবিআই কাউকে ধরতে পারল না কেন? তা নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছে আমজনতা। আর তারই বহিঃপ্রকাশ ঘটল সোমবার সন্ধ্যায় তদন্তে আসা সিবিআই অফিসারদের সামনে। ঘটনাস্থল সেই আরজিকর প্রাঙ্গণ। আমজনতার পাশাপাশি আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৩০ দিনে সিবিআই এর তদন্তে কোন প্রগতি না হওয়ায় তারা ধীরে ধীরে আশাহতো হতে শুরু করেছেন। সাড়ে পাঁচ ঘণ্টার পর আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। নতুন এমএসবিপি সপ্তর্ষি চ্যাটার্জিকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। এরপর ইমার্জেন্সি বিল্ডিং থেকে বেরিয়ে পাশে ক্যান্টিনে নতুন সুপার কে নিয়ে যান সেখানে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা সহ সবকিছু ঘুরে দেখেন। সেই সময় সিবিআইকে দেখে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct