অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন:পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে এদিন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়েছিল ।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৫৮ তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু মালাকার, জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক তনুময় সরকার, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, জেলা তথ্য ও সাংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল, জেলা গ্রন্থাগারিক অনুপ কুমার মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খাঁ
সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ঠ জনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত আধিকারিক ও বিশিষ্টজনেরা। এরপর সাক্ষরতা বিষয়ক নাটক ও নৃত্য পরিবেশন করা হয়। সেই সঙ্গে উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবিষয়ে জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক তনুময় সরকার জানান, ‘সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য মানুষকে আরো বেশি করে সাক্ষরতার আলোয় আলোকিত করা। যারা এখনো সাক্ষর হয়নি, তাঁদের সাক্ষর করার মূল প্রচেষ্টা সমাজে ছড়িয়ে দেওয়া।’
এ বিষয়ে জেলা গ্রন্থাগারিক অনুপ কুমার মন্ডল বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জেলার সাক্ষরতার হার আরো বৃদ্ধি করা এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে একটি পূর্ণ সাক্ষর জেলা হিসেবে পরিগণিত করা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct