আসিফ রনি, নবগ্রাম, আপনজন: প্রায় এক মাস ধরে চলা সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নবগ্রামে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আদিবাসী নৃত্য ও দর্শকদের উচ্ছাসিত আনন্দে অনুষ্ঠিত হল এদিনের খেলা।
জানা যায় গত ৯ ই আগস্ট আদিবাসি দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের নবগ্রাম থানা ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার যৌথ উদ্যোগে ১৬ দলিয় নক আউট ফুটবল খেলার
ফাইনাল খেলার শুভ সূচনা হয়। নবগ্রামের চানক ফুটবল ময়দানে খেলার শুভ সূচনা করেন নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহন্ত।
প্রায় এক মাস খেলা শেষে রবিবার জমজমাট ভাবে শেষ হল ফাইনাল খেলা। এদিন জাতীয় সংগীত, আদিবাসী নৃত্য ও মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার ফুটবল মেরে সুচনা হয় এদিনের খেলার। সঙ্গে ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল ও নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত।
এদিন ফাইনাল খেলেন নলহাটি দাদাভাই ও মুর্শিদাবাদ সাঁওতাল প্রাউড দল। ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে নলহাটি দাদাভাই দল। বিজয়ী দলকে ১৫ হাজার টাকা সহ আকর্ষণ ট্রফি ও রানার্স কে ১২ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে। খেলা কে ঘিরে মাঠে উপচে পড়া ভিড় ছিল দর্শকের।
এদিন দর্শকদের উদ্দেশ্য নবগ্রাম থানার ওসি বলেন - গত ৯ই আগস্ট আদিবাসী দিবসে আমরা সূচনা করেছিলাম এই খেলার। আজ পরিসমাপ্তি হলো। যারা জয়লাভ করেছেন এবং যারা পরাজিত হয়েছেন উভয়ের খেলায় দর্শকরা আনন্দ উপভোগ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct