চন্দনা বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ, আপনজন: দু বছর সময় নির্বাচন না হওয়ার সমবায়ের কাজকর্মের ব্যাঘাত হচ্ছিল। শেষ পর্যন্ত সমবায় দপ্তরের নির্দেশ মেনে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ১৫ টি কৃষি সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছে। সরকারি বিধি নিষেধ মেনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতে উপেন্দ্রনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন হয়ে গেল।এই সমবায়ে মোট ভোটার সংখ্যা ১৪৮৪, মোট ৫৯ টি আসনে এই নির্বাচন হয়।১১৮ জন এই ভোটে লড়াই করে।ভোট হয় উপেন্দ্র নগর হাই স্কুল এবং উপেন্দ্র নগর প্রাথমিক বিদ্যালয়ে।তবে এই গণতন্ত্রের ভোটের লড়াই বিরোধী এবং শাসকদলের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই দেখলো এলাকার মানুষ। নির্বিঘ্নে ভোট সম্পূর্ণ হওয়ায় খুশি এলাকার মানুষ থেকে প্রশাসন। তবে এদিন শেষ হাসি হাসেতৃণমূল কংগ্রেস ৪৮টি আসনে জয়ী হয় ও বিরোধীরা ১১টি আসনে জেতে।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct